নয়াদিল্লি: বিজেপির ভোটচুরির চক্রান্তটা প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভয়ঙ্কর বিপদ সম্পর্কে প্রথম সতর্ক করেছেন গোটা দেশের মানুষকে। অন্যরাজ্যের ভোটার লিস্ট যে কপি পেস্ট হচ্ছে, হঠাৎ বেড়ে যাচ্ছে ভোটার, তা দেখিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কোথায় ছিলেন রাহুল গান্ধী এবং তাঁর দল? এত দেরিতে ঘুম ভাঙল কেন তাঁদের? প্রশ্ন তুলল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বুধবার সাংবাদিক বৈঠকে বলেন, মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপিকে রোখার দায়িত্ব তো ছিল কংগ্রেসেরই। তারা তখন পারল না কেন? আজ রাহুল গান্ধী ভোটচুরির এবং কারচুপির যে অভিযোগ আনছেন তা অবশ্যই ঠিক। কিন্তু গোটা দেশের সামনে বিজেপির ভোটচুরির চক্রান্ত প্রথম ফাঁস করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বাংলায় একই কাজ করতে এল।
আরও পড়ুন-এসআইআর সহায়তা শিবিরে শতাব্দী, হয়রানি ছাড়া কিছুই দিতে পারেনি কেন্দ্র
বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে অশুভ আঁতাত নিয়ে প্রথম থেকেই সরব জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন ভোট চুরির চক্রান্ত। তাঁদের অভিযোগ, ভোটের আগে মহারাষ্ট্র বা হরিয়ানায় এই ভোটচুরি ধরতে পারেনি কংগ্রেস। এবার সেই সুরেই কথা বললেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। অভিযোগ করলেন,এসআইআরের অজুহাতে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি। নিজেদের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজ করাচ্ছে গেরুয়াশিবির। বিশেষত, হরিয়ানায় ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হলেন রাহুল। রীতিমতো নথি দেখিয়ে তাঁর দাবি, ব্রাজিলের এক মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২টি ভোটার কার্ড জালিয়াতি করেছে বিজেপি। বুধবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ করেন রাহুল। এলইডি-স্ক্রিনে একটি তরুণীর ছবি দেখান তিনি। প্রশ্ন তোলেন কে এই রহস্যময়ী নারী? হরিয়ানার ২কোটি ভোটারের মধ্যে ২৫লক্ষই ভুয়ো। পরিসংখ্যান তুলে তাঁর দাবি, মোট ভোটারের প্রায় ১২শতাংশই জাল। ভুয়ো ভোটার কাজে লাগিয়েই হরিয়ানায় জিতেছে পদ্মশিবির। বড় জালিয়াতি হয়েছে হরিয়ানার বিধানসভা ভোটে।

