গুয়াহাটি: বড়সড়ো বিদ্রোহের মুখে অসমের বিজেপি। দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোঁহাই। বিধানসভা নির্বাচনের আগে জোরালো ধাক্কা খেল মোদির দল। কয়েকদিন আগেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ এনেছিলেন রাজেন।
আরও পড়ুন-ঘুম ভাঙল কেন এত দেরিতে? বিজেপির ভোটচুরি নিয়ে সরব হলেন রাহুল
দল ছাড়ার আগে এবার তীব্র বিষোদগার করলেন তিনি। বললেন, অসমের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিজেপি। ভূমিপূত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। হিমন্ত-সহ বিজেপি নেতারা ধর্মীয় মেরুকরণে উসকানি দিচ্ছেন। ১৯৯৯ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৪ বার নগাঁও লোকসভা আসনের সাংসদ ছিলেন রাজেন। মোদির জামানায় ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন রেলপ্রতিমন্ত্রী।

