সংবাদদাতা, কোচবিহার : বিজেপির উদ্দেশ্য নাম বাদ দেওয়া, ফর্ম না নিয়ে ভুল করবেন না, সাবেক ছিটমহলের বাসিন্দাদের বোঝালেন মন্ত্রী উদয়ন গুহ। প্রসঙ্গত, মঙ্গলবার বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন। কিন্তু আতঙ্কে সাবেক ছিটমহলের বাসিন্দারা ফর্ম নিতে চাননি। তাঁরা বলেন, যা নেই তা দেব কোথা থেকে? মঙ্গলবার তাই এনুমারেশন ফর্ম ফিরিয়ে দিয়েছিলেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। নির্বাচন কমিশন সুরাহা করুক বলেও বিদ্রোহ ঘোষণা করেন তাঁরা।
আরও পড়ুন-অসমে বিদ্রোহ বিজেপিতে, দল ছাড়লেন প্রাক্তন রেলপ্রতিমন্ত্রী
কিন্তু এই ফর্ম না নিলে কী সমস্যা হতে পারে? বিরোধীরা কী ধরনের চক্রান্ত করতে পারে বিজেপি বুধবার দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করোনাতে গিয়ে সরল ওই বাসিন্দাকে বোঝালেন মন্ত্রী উদয়ন গুহ। সাবেক ছিটমহলের বাসিন্দাদের এসআইআর সম্পর্কে বোঝালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এরপরে বুধবার দিনহাটার সাবেক ছিটমহল করলা ও পোয়াতুরকুঠির বাসিন্দাদের সাথে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বুধবার দুপুরে মন্ত্রী সাবেক ছিট মহলে গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলেন। এর আগে লোকসভা বিধানসভার নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন সব নির্বাচন ভোটাধিকার প্রয়োগ করেছেন সাবেক ছিটমহলবাসীরা। মন্ত্রী উদয়ন গুহের নির্দেশ, ছিটমহল বাসিন্দাদের এসআইআর এনুমারেশন ফর্ম নিতে হবে। মন্ত্রী উদয়ন গুহ বুধবার পোয়াতুর কুঠিতে গিয়ে সাবেক ছিটমহল বাসিন্দাদের এসআইআর এনুমারেশন ফর্ম নেওয়ার জন্য অনুরোধ জানান। সাবেক ছিটমহলের বাসিন্দাদের আপত্তি ছিল, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই, কারণ তাঁরা ২০১৫ সালের পরে ছিটমহল বিনিময়ের মাধ্যমে পরে ভারতীয় নাগরিক হয়েছেন। তাঁদের দাবি, নির্বাচন কমিশন প্রথমে ছিটমহল বাসিন্দাদের জন্য একটি স্পষ্ট নির্দেশিকা জারি করুক, তারপরই তারা এনুমারেশন ফর্ম নেবেন। এই অচলাবস্থা মেটাতে মন্ত্রী উদয়ন গুহ ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন। তিনি বাসিন্দাদের এসআইআর ফর্ম নেওয়ার জন্য রাজি করান। এ প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করে বলেন, বিজেপি চাইছে আপনাদের নাম বাদ দিতে, তাই ফর্ম না নিয়ে ভুল করবেন না। তিনি স্থানীয়দের আশ্বাস দেন যে বিএলও-কে ডেকে তাঁদের ফর্ম নেওয়া হবে এবং সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দেওয়া হবে।

