সংবাদদাতা, শিলিগুড়ি : ফ্রায়েড রাইস, চিলি চিকেন করব। আমার হাতে চাইনিজ খেতে ভালবাসে রিচা। আবেগঘন জেতার মুহূর্ত বলতে বলতেই শিলিগুড়ির বাড়িতে বসে এমনটাই বললেন মা শম্পা পাল। সোনার মেয়ের অপেক্ষায় এখন পরিবার ও গোটা শিলিগুড়ি। রিচার সাফল্যের উচ্ছ্বাসে ভাসছে গোটা শহর। বিশ্বজয়ী ভারতীয় মহিলা দলের সদস্য রিচা ঘোষের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন তাঁর বাবা মানবেন্দ্র ঘোষ ও মা শম্পা ঘোষ, স্টেডিয়ামে উপস্থিত থেকে।
আরও পড়ুন-ফর্ম না নিয়ে ভুল করবেন না ছিটমহলবাসীকে বললেন উদয়ন
মেয়ের এই অবিশ্বাস্য অর্জনের পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হাতে সংবর্ধনা পাবেন রিচা। সেই কারণেই মেয়ে এখনও দলের সঙ্গে থাকলেও, বাবা-মা ইতিমধ্যেই ফিরে এসেছেন। সংবাদমাধ্যমের সামনে মেয়ের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগে ভেসে যান দু’জনেই। বাবা মানবেন্দ্র ঘোষ জানান, আমি কখনও ভাবিনি, আমার মেয়ে দেশের হয়ে এমন সাফল্য এনে দেবে। প্রথমে শুধুমাত্র সুস্থ ও সবল থাকার জন্যই ওকে ক্রিকেটে ভর্তি করেছিলাম। পরে স্বপ্ন ছিল রাজ্যের হয়ে খেলবে। কিন্তু খেলা দেখতে দেখতে বুঝতে পারি, রিচা একদিন অনেক দূর যাবে। তবে এমন ইতিহাস গড়বে, তা স্বপ্নেও ভাবিনি। বিশ্বজয়ী রিচার এই প্রত্যাবর্তনের অপেক্ষায় আজ শুধু বাবা-মা নয়, গর্বে ভাসছে গোটা উত্তরবঙ্গ।

