বিএলও-র হাত থেকে ফর্ম নিলেন ভোটার মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : বুধবার কালীঘাটের বাড়িতে বিএলও-র কাছ থেকে এনুমারেশন ফর্ম নিলেন ভবানীপুর কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন সকাল ১১টা নাগাদ হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনের ভোট কেন্দ্রের ৭৭ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিতকুমার রায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়িতে স্বাভাবিকভাবেই ঢুকতে চাওয়ায় পুলিশ জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? বিএলও জানান, তিনি ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভোটারদের এনুমারেশন ফর্ম দিতে যাবেন। নিজের পরিচয়পত্র দেখান বিএলও। কথা বলার পর তাঁকে ভিতরে পাঠানো হয়। তিনি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) হাতে ফর্ম তুলে দেন। মুখ্যমন্ত্রী জানান, ফর্ম পূরণ হলে তাঁর দফতর থেকে ফোনে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন-সপ্তপদী দিয়ে আজ শুরু চলচ্চিত্র উৎসব

Latest article