ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ

ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কথাই চিঠিতে বলা হয়েছে

Must read

লেক থানা (Lake Police Station) এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গিয়েছে মৃতের নাম শুভাশিস চক্রবর্তী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সম্পর্কের অবনতি এবং অশান্তির ফলেই আত্মহত্যা করেছেন তিনি। ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কথাই চিঠিতে বলা হয়েছে।

আরও পড়ুন-নয়া ইতিহাস তৈরির পথে ভারত, ২০৩০-এ মঙ্গলযান-২ মিশন ISRO-র

বেশ কয়েক বছর ধরে শুভাশিস কোন কাজ করছিলেন না। তবে কয়েকদিন ধরে এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ওই মহিলা চাকুরিরতা কিন্তু তাঁদের সম্পর্কে অশান্তি এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত শনিবার তাঁদের মধ্যে ঝগড়া মারাত্মক আকার নেয় এবং তারপরেই মহিলা ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়ি ফিরে যান। এর কয়েক ঘণ্টা পরেই শুভাশিসকে প্রতিবেশীরা ডাইনিং স্পেসে নাইলনের দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রাই পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই বাধ্য হয়েই পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। লেক থানার আধিকারিকরা মৃতের লিভ-ইন পার্টনারকে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। সব তথ্য খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলবে বলেই জানানো হয়েছে।

Latest article