নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা

খুনের তদন্তে মূলত সিসিটিভি ফুটেজ দেখেই এগোচ্ছে পুলিশ। তদন্তকারী দল আজই উত্তরবঙ্গ যাচ্ছেন, সেখানেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর মিলেছে।

Must read

বিধাননগর (Bidhannagar) দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant Barman)। নিউটাউনের ফ্ল্যাটে খুনের পর যাত্রাগাছিতে ব্যবসায়ীর দেহ লোপাট করা হয় বলে অনুমান পুলিশের। এবার অভিযুক্ত BDO-কে জিজ্ঞাসাবাদে উত্তরবঙ্গে যাচ্ছেন তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন-ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ

গত ২৮ অক্টোবর রাতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে। মৃতের পরিবারের তরফে বলা হয়েছে, বিডিও-র বাড়ি থেকে চুরি হওয়া সোনার গয়না স্বপনের দত্তাবাদের দোকানে বিক্রি করা হয়েছে বলে তাঁকে দোষারোপ করা হয়। এরপরই তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে। বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা ইতিমধ্যেই অপহরণ স্থলের আশপাশের জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। নিউটাউনের ফ্ল্যাটটি কার নামে রয়েছে তাও জানার চেষ্টা চলছে। ব্যবসায়ীকে সল্টলেকের অদূরে নিউটাউন অ্যাকশন এরিয়া ১-এর এ বি ব্লকে অবস্থিত চারতলা একটি ফ্ল্যাটে তুলে এনেছিলেন অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন বলে মনে করা হচ্ছে। ফ্ল্যাটে স্বপনকে পিটিয়ে খুন করে পিছন দিকের গৌরাঙ্গনগর রাস্তা ধরে নির্জন যাত্রাগাছি খালপাড়ে ব্যবসায়ীর দেহ লোপাট করা হয়েছে বলে অনুমান। খুনের তদন্তে মূলত সিসিটিভি ফুটেজ দেখেই এগোচ্ছে পুলিশ। তদন্তকারী দল আজই উত্তরবঙ্গ যাচ্ছেন, সেখানেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর মিলেছে।

Latest article