লালবাজারের অদূরেই গাড়ির যন্ত্রাংশের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ২১ নম্বর আরএন মুখার্জি রোডে গাড়ির যন্ত্রাংশের একটি গোডাউনে (Godown) আগুন লাগে।

Must read

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ২১ নম্বর আরএন মুখার্জি রোডে গাড়ির যন্ত্রাংশের একটি গোডাউনে (Godown) আগুন লাগে। প্রথমে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয়। পরে আরও তিনটি বাড়ানো হলেও দু ঘন্টা কেটে যাওয়ার পরেও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

আরও পড়ুন-‘ভোট জিহাদ’! মামদানির জয়কে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

চারপাশ ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। তিনতলা বিল্ডিং-এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগায় উপরের অফিস বিল্ডিং দ্রুত খালি করা হয়েছে। ধোঁয়ার তীব্রতা এতটাই বেশি যে ব্রিদিং মাস্ক নিয়ে কাজ করতে হচ্ছে দমকল কর্মীদের। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। লালবাজারের কাছে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন-নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা

আগুন ঠিক কোন জায়গায় লেগেছে অর্থাৎ উৎস খুঁজে না পাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্যা বাড়ছে। ভিতরে কেমিক্যাল থাকার আশঙ্কা করছেন দমকল কর্মীরা যে কারণে ধোঁয়ার সঙ্গে ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। তীব্র বিষাক্ত ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমেছে। তিন তলার ওপরে জানালার কাঁচ ভেঙে ধোঁয়া নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। যদিও দমকলের তরফে এই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

Latest article