‘আমি কোনও ফর্ম পূরণ করিনি, করবও না’: ‘অপপ্রচার’ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

বুধবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)বাড়িতে পৌঁছেছিলেন দায়িত্বপ্রাপ্ত বিএলও আধিকারিক।

Must read

বাংলার প্রত্যেকটি বৈধ ভোটারের ফর্ম-ফিলাপ সম্পূর্ণ হলেই তারপর ফর্ম-ফিলাপ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম তোলা নিয়ে বিজেপি-কমিশনের যৌথ চক্রান্তের মাঝেই তিনি বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে স্পষ্ট ভাষায় এ-কথা জানিয়ে দিলেন৷

আরও পড়ুন-লালবাজারের অদূরেই গাড়ির যন্ত্রাংশের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে নির্দিষ্ট বিএলও যান এবং ফর্ম দিয়ে আসেন৷ এই বিষয়টি নিয়ে কিছু ভুল তথ্য পরিবেশিত হয়৷ ঘটনাটি মুখ্যমন্ত্রীর নজরে আসার পরেই তথ্য সংশোধন করতে তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করে দেন৷ তাঁর সেই পোস্টটি হুবহু তুলে দেওয়া হল––গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে– রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন।
যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

Latest article