হতভম্ব পুলিশ! নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্নদেহ উদ্ধার

বৃহস্পতিবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নয়ডার (Noida) এক অভিজাত এলাকা।

Must read

বৃহস্পতিবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নয়ডার (Noida) এক অভিজাত এলাকা। আজ, সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার হয় এক মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ। স্বাভাবিকভাবেই অভিজাত জনবহুল এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চত্বরে। পুলিশ সূত্রে খবর, নৃশংসভাবে খুন করা হয়েছে ওই মহিলাকে। শুধু তাই নয়, দেহটির মাথা ও দুই হাত কেটে ফেলা হয়েছে।

আরও পড়ুন-পাইলট নেই ৩ ঘন্টা! দেরিতে বিমান ছাড়ায় রোষের মুখে ইন্ডিগো

এদিন প্রাতঃভ্রমণের সময় দেহটি স্থানীয়দের চোখে পড়ে। খবর পেয়ে সেক্টর ৩৯ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অন্যত্র মহিলাকে খুন করে দেহ টুকরো টুকরো করে ওই জায়গায় ফেলা হয়েছে। দেহটি কোথা থেকে আনা হয়েছে বা ঠিক কী কারণে খুন, খুনের আগে ধর্ষণ করা হয়েছে কিনা, তার কোনও সূত্র এখনও পাওয়া যায় নি।

আরও পড়ুন-‘আমি কোনও ফর্ম পূরণ করিনি, করবও না’: ‘অপপ্রচার’ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

নয়ডা পুলিশের তরফে জানা গিয়েছে ৬ নভেম্বর সকালে সেক্টর ৮২–এর কাছে নর্দমায় এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়াও চালু হয়েছে। ঘটনাটির তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এরকম ভয়াবহ খুনের নেপথ্যে কোনও প্রতিহিংসাজনিত কারণ থাকতে পারে বলেই মনে করছে পুলিশ। বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি ময়নাতদন্ত রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজের উপরেই নির্ভর করে তদন্ত শুরু করেছে নয়ডা পুলিশ।

Latest article