ল্যান্ডমার্ক সেলিব্রেশন! শুরু হয়ে গেল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Must read

আজ, ৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা। এদিনের উৎসব শুরু হল ডোনা গাঙ্গুলির গ্রুপের নাচ দিয়ে। ”এসো মনের দরজা খোলো, এসো এখনই আলো জ্বালো” গানটির কম্পোজিশন খোদ মুখ্যমন্ত্রীর। স্টেডিয়ামে এদিন প্রথম সারিতে ছিলেন পরিচালক রমেশ সিপ্পি ও তাঁর সহধর্মিণী কিরণ জুনেজা, সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালক ও KIFF-এর চেয়ারপার্সন গৌতম ঘোষ, প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, সুজয় ঘোষ, তিলোত্তমা সোম, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী, পাওলি দাম প্রমুখ।

আরও পড়ুন-ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বহরমপুরে

অনুষ্ঠানের শুরুতেই পরিচালক রমেশ সিপ্পিকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে মা দুর্গার মূর্তি তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেব সংবর্ধনা জানালেন বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সুজয় ঘোষকে সংবর্ধনা জানালেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘কাহানি ৩’ হচ্ছে কিনা পরমব্রতর সেই প্রশ্নের উত্তরে সম্মতিও জানালেন তিনি। মঞ্চ থেকেই বঙ্গ বিভূষণ সম্মান ২০২৫ পেলেন শত্রুঘ্ন সিনহা। সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী। বঙ্গবিভূষণে সম্মানিত কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। আবেগঘন মুহূর্তে পাওয়া গেল মুখ্যমন্ত্রী ও সংগীতশিল্পীকে।

আরও পড়ুন-‘আমি কোনও ফর্ম পূরণ করিনি, করবও না’: ‘অপপ্রচার’ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এই বছর দেখানো হবে মোট ৩৯টি দেশের ২১৫টি ছবি, যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র। এছাড়া থাকছে বিশেষ বিভাগ ‘গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা। স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের জন্য এই এক সপ্তাহ জমজমাট হতে চলেছে সেই বিষয়ে সন্দেহ নেই।

Latest article