শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। এদিন রাত আটটার পর কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এরপর নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে চাকরিপ্রার্থীর সংখ্যা কম তাই আগে এই পর্যায়টি মিটিয়ে নিয়ে তারপর নবম দশমের ফল প্রকাশ করা হবে। দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন-”তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে”, আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে অনুপ্রাণিত করলেন মুখ্যমন্ত্রী
এসএসসি সূত্রে খবর, ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। অর্থাৎ মোট ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। এছাড়াও জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় সেই কারণে নথি যাচাই করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। শুধুমাত্র করোনা আবহে ২০২১ সালে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ হয়েছিল।

