বিষ্ণুপুরে ২ মন্দিরে ৫৬ জোড়া দেবদেবীর প্রদর্শনীতে রাসের সূচনা

Must read

প্রতিবেদন : মল্লরাজ বীরহাম্বিরের দেখানো পথে ঐতিহাসিক রাসমঞ্চের অনুকরণে মন্দিরনগরী বিষ্ণুপুরের (Bishnupur_Ras) মাধবগঞ্জ ও কৃষ্ণগঞ্জের দুই মন্দিরে ৫৬ জোড়া দেবদেবীর প্রদর্শনীর মাধ্যমে রাস উৎসবের সূচনা হয় বুধবার। শাঁখারিবাজারে ঐতিহাসিক মদনমোহন মন্দির প্রাঙ্গণেও মঙ্গলবার রাস উৎসব শুরু হয়। সেখানে প্রভু মদনমোহন জিউয়ের বিগ্রহ ভক্তদের দর্শনে মন্দির দাওয়ায় সাজিয়ে রাখা হয়। মাধবগঞ্জ মদনগোপাল জিউ রাস উৎসব কমিটির কর্মকর্তা তথা বিষ্ণুপুরের পুরপ্রধান গৌতম গোস্বামী জানান, আমাদের মন্দিরের মদনগোপাল জিউ ছাড়াও মদনমনোহর, মুরলীমোহন, রাধাজীবন, নাড়ুগোপাল, গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাবিনোদ, জগন্নাথ, কালাচাঁদ, রসিকনগর, বেণীমাধব, যুগলকিশোর, মহাপ্রভু প্রভৃতি দেবদেবীকে এনে রোজ সন্ধারতি, লোকসঙ্গীত ও বাউল অনুষ্ঠান হবে। কৃষ্ণগঞ্জ রাধালালজিউ মন্দির কমিটির কর্মকর্তা রবিলোচন দে বলেন, আমাদের মন্দিরে রাধালালজিউ, কৃষ্ণলালজিউ ছাড়াও এলাকার বিভিন্ন মন্দির থেকে গোবিন্দজিউ, গৌর নিতাই, দামোদর জিউ, রাধারমণ জিউ প্রভৃতি দেবদেবী এসেছেন। পাঁচদিন তাঁরা মন্দির প্রাঙ্গণে থাকবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের ভোগের ব্যবস্থা আছে। প্রসঙ্গত, প্রায় সাড়ে ৩০০ বছর আগে মল্লরাজ বীরহাম্বির বৈষ্ণবধর্ম নেওয়ার পর তাঁর প্রেরণায় বিষ্ণুপুরের (Bishnupur_Ras) বিভিন্ন এলাকায় বহু মন্দির গড়ে ওঠে। পরবর্তীকালে রাজ দরবার ছাড়াও এলাকার বিভিন্ন মন্দিরে অধিষ্ঠাত্রী দেবদেবীকে এক জায়গায় এনে ভক্তদের প্রদর্শনের জন্য ঐতিহাসিক রাসমঞ্চ নির্মাণ করেন তিনি। কালের নিয়মে রাজ আমল বিদায় নিলেও মল্লরাজাদের ঐতিহ্য ধরে রাখতে সচেষ্ট কৃষ্ণগঞ্জ ও মাধবগঞ্জ ষোলোআনা কমিটি। প্রতি বছর দুই মন্দিরের দাওয়ায় ৫৬ জোড়া দেবদেবীকে সাজানো হয়। এক জায়গায় এত সংখ্যক দেবদেবীর দর্শন পেতে ভক্ত ও সাধারণ মানুষ ভিড় জমান। মাধবগঞ্জে বসে মেলা। এছাড়াও দুই মন্দির প্রাঙ্গণেই পাঁচদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জে রাধালালজিউ মন্দিরে ১৬ জোড়া এবং মাধবগঞ্জ মদনগোপাল জিউ মন্দিরে ৪০ জোড়া দেবদেবী আসেন।

আরও পড়ুন-বেলিয়াবেড়ায় ‘সেভ দ্য গার্ল চাইল্ড’ সচেতনতা-প্রচারে স্বাস্থ্য দফতর

Latest article