ওবিসি মামলা সুপ্রিম কোর্টে আগে শুনানি

Must read

প্রতিবেদন : শীর্ষ আদালতে ওবিসি (OBC case) সংরক্ষণ মামলার শুনানি শেষ হওয়ার আগে কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত কোনও মামলার শুনানি করতে পারবে না, সাফ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই৷ বৃহষ্পতিবার দেশের শীর্ষ আদালতে রাজ্যের ওবিসি সংরক্ষণ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি বি আর গভাই জানান, আগামী সপ্তাহে তাঁরা এই মামলার শুনানি করতে চান৷ এই সময়েই রাজ্য সরকারের তরফে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল জানান, কলকাতা হাইকোর্টে ফের এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ আগামী ১৮ নভেম্বর হতে পারে হাইকোর্টের শুনানি, শীর্ষ আদালতকে বলেন কপিল সিবাল৷ তাঁর সওয়াল শুনে প্রবল বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি৷ সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করছে, তাঁরা কলকাতা হাইকোর্টের আদেশের উপরে স্থগিতাদেশও দিয়েছেন, তার পরেও কী করে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করবে ? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি৷ সঙ্গে সঙ্গেই তিনি জানান, যতদিন না সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করতে পারবে না৷ একইসঙ্গে প্রধান বিচারপতি এদিন আভাস দিয়েছেন এই মামলার সুপ্রিম শুনানি স্থানান্তরিত করা হতে পারে অন্য বেঞ্চে৷ আগামী ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি গভাই৷ তার আগে সুপ্রিম কোর্টে ওবিসি (OBC case) সংরক্ষণ বাতিল মামলার শুনানি করা হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে সব মহল৷

আরও পড়ুন-শিশুসাথী প্রকল্পের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর: খরচ ৩০০ কোটি, ১২ বছরে রোগমুক্ত হল ৬৩ হাজার শিশু

Latest article