প্রতিবেদন : বিশ্বকাপে ঝড় তুলেছিলেন রিচা ঘোষ (Richa Ghosh)। তাঁকে এবার পুলিশে চাকরির প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই প্রস্তাব পেয়ে রিচার পরিবার অত্যন্ত খুশি। তবে তাঁরা রিচার শিলিগুড়িতে ফেরার জন্য অপেক্ষা করছেন। শুক্রবার একদিনের জন্য শিলিগুড়ির কন্যা শহরে ফিরেছেন। তাঁকে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসবেন ভক্তদের সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেবও। এদিকে, একদিন শিলিগুড়িতে থেকেই ভারতীয় উইকেটকিপারকে কলকাতায় আসতে হবে। শনিবার বিকেল পাঁচটায় সিএবিতে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সিএবি কর্তারা আশা করছেন, তিনি রিচার (Richa Ghosh) এই সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন। রাতের দিকে জানা গেল মুখ্যমন্ত্রী রিচার সংবর্ধনায় সম্ভবত থাকবেন। এদিকে, অনুষ্ঠানে সোনার ব্যাট ও বল দিয়ে শিলিগুড়ির মেয়েকে সম্মানিত করবে সিএবি। ব্যাট ও বলে স্বাক্ষর থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। সৌরভ নিজে বিশ্বকাপ ফাইনাল খেললেও ট্রফি হাতে তুলতে পারেননি। ঝুলনও তাই। দুই মহাতারকা তাই রিচাকে নিয়ে আবেগে ভাসছেন। সৌরভ রিচাকে আরও এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

