প্রতিবেদন : অপেক্ষার অবসান। কলকাতার বুকে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের (Yuva Bharati’s hockey stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং মুখ্যমন্ত্রীর উদ্যোগেই গড়ে ওঠে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে ভার্চুয়ালি যুবভারতীর আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অন্যরা। শুক্রবার দুপুর দেড়টায় নবনির্মিত স্টেডিয়াম (Yuva Bharati’s hockey stadium) পরিদর্শন করবেন ক্রীড়ামন্ত্রী।
আরও পড়ুন-ওবিসি মামলা সুপ্রিম কোর্টে আগে শুনানি
২২ হাজার দর্শকাসনের হকি স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ, দু’টি অত্যাধুনিক সুসজ্জিত ড্রেসিংরুম, আর্দেন গ্যালারি, ভিভিআইপি এবং ভিআইপি বক্স, ওয়ার্ম আপ জোন, আম্পায়ার ও ভিডিও আম্পায়ারস রুম, ভিডিও অ্যানালিস্ট রুম-সহ বিভিন্ন পরিকাঠামো। টিভি সম্প্রচারের জন্য আধুনিক ভেনু পরিচালনা কেন্দ্র, প্রেস কর্নার, মিক্সড জোনও থাকছে। কলকাতায় এতদিন ছিল না আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম। ছিল না ভাল মানের অ্যাস্ট্রোটার্ফও। অথচ একটা সময় কলকাতা তথা বাংলাই ছিল ভারতীয় হকির অন্যতম প্রাণকেন্দ্র। ২০২১ সালে এই আক্ষেপ ঘোচানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। যুবভারতী ক্রীড়াঙ্গনের এক নম্বর গেট সংলগ্ন মাঠে অ্যাস্ট্রোটার্ফ-যুক্ত আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম তৈরি হয়।

