মায়ামি: সুর খানিক চড়িয়ে ফের ভাঙা রেকর্ড বাজালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ফের নিজের কৃতিত্ব দাবি করে বললেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন তিনিই। তবে নতুন বিষয় হল, এবার অতীতের হিসাবের ভুল ধরিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, পাঁচ অথবা সাত নয়, আসলে আটটি বিমান গুলি করে নামানো হয়েছিল। যদিও ওই বিমানগুলি কোন দেশের ছিল, সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।
আরও পড়ুন-যুবভারতীর হকি স্টেডিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। সেইসঙ্গে তাঁর দাবি, শুল্ক চাপানো এবং বাণিজ্যচুক্তি বাতিল করার ‘হুঁশিয়ারি’ দিয়ে দুই পরমাণু শক্তিধর দেশকে যুদ্ধ থেকে বিরত করেছিলেন তিনিই। যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করে ট্রাম্প বলেন, তখন আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্যচুক্তির মাঝামাঝি জায়গায় ছিলাম। সেইসময় আমি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় পড়লাম, দুই দেশের মধ্যে যুদ্ধ বেধে গিয়েছে এবং সাতটি বিমান গুলি করে নামানো হয় ও আর একটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। আসলে তখন আটটি বিমানই গুলি করে নামানো হয়। আমি বলেছিলাম, তোমরা সংঘর্ষবিরতিতে রাজি না হলে আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করব না। এর পরেই দুই দেশের যুদ্ধ থামে বলে মার্কিন প্রেসিডেন্টের দাবি। এই দফায় নতুন করে আটটি যুদ্ধবিমান নামানোর কথা জানালেও সেগুলি কোন দেশের তা নিয়ে নীরব থেকেছেন মার্কিন প্রেসিডেন্ট।

