পাটনা: বিহারে (Bihar_election) বিজেপির উপমুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ছোঁড়া হল পাথর, জুতো আর গোবর। ‘মুর্দাবাদ’ ধ্বনি উঠল তাঁরই নিজের কেন্দ্র লখিসরাইতে। বৃহস্পতিবার বিহার বিধানসভার প্রথম দফা নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৪.৬৬%। এখনও পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে বেগুসরাইতে, ৫৯.৮২%। সবচেয়ে কম ভোট পড়েছে পাটনায় ৪৮.৬৯%। প্রথম দফার ভোটে একটাই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গিয়েছে। উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার কনভয়ে ছোঁড়া হয়েছে পাথর, গোবর আর চপ্পল। লখিসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয়কুমার একটি বুথে যাওয়ার সময় তাঁর কনভয়ের গাড়িগুলোকে লক্ষ্য করে কে বা কারা পাথর, চপ্পল আর গোবর ছোঁড়ে। ‘মুর্দাবাদ’ ধ্বনি দেয় একদল লোক। তবে অক্ষত উপমুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ উপমুখ্যমন্ত্রী বুলডোজার অ্যাকশনের হুমকি দিয়ে অভিযোগের আঙুল তুলেছেন আরজেডির দিকে। কিন্তু হামলার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে আরজেডি। পুলিশও জানিয়েছে, বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। এদিকে আরজেডির বেশ কিছু শক্তঘাঁটিতে কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা এদিন বন্ধ রাখা হয়েছিল বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে আরজেডি। তবে জয়ের ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী আরজেডির শীর্ষনেতা লালুপ্রসাদ যাদব। স্ত্রী রাবড়ি দেবীকে নিয়ে পটনার একটি বুথে ভোট দিয়ে বেরিয়ে লালু বললেন, বদল হবে। পাটনাতেই স্ত্রী রাজশ্রী যাদবকে নিয়ে ভোট দিলেন লালুপুত্র তেজস্বী যাদব। তাঁর দাবি, ১৪ নভেম্বর বিহারে নতুন সরকার গঠিত হবে।
বিহারের (Bihar_election) মোট ২৪৩টি আসনের মধ্যে ১২১টিতে বৃহস্পতিবার ছিল প্রথম দফার ভোট। শুরু হয়েছিল সকাল ৭টায়। কয়েকটি বিশেষ কেন্দ্র ছাড়া ভোটগ্রহণ পর্বের শেষ বিকেল ৬টায়। তবে কিছু কেন্দ্রে এই সময়সীমা বেঁধে দেওয়া হয় বিকেল ৫টা পর্যন্ত। এদিন ভোটগ্রহণ হয় পাটনা, দ্বারভাঙা, মধেপুরা, সহরসা, মুজফফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখিসরাই, মুঙ্গের, শেখোপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন তেজস্বী যাদব।
বিহারে উপমুখ্যমন্ত্রীর কনভয়ে জুতো-গোবর ছুঁড়লেন গ্রামবাসীরা

