সংবাদদাতা, বসিরহাট : ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা (Basirhat Municipality)। যা রাজ্যের তো বটেই এমনকী দেশেও নজর কাড়ল। স্বাস্থ্য পরিষেবায় সেরার সেরা শিরোপা অর্জন করল এই পুরসভা (Basirhat Municipality)। এই বসিরহাট পুরসভা আগেও প্লাস্টিক-মুক্ত পরিবেশ এবং পরিবেশবান্ধবের কর্মসূচিতে সেরার সেরা হয়েছিল। কঠিন বর্জ্য পদার্থ প্রক্রিয়া, প্লাস্টিক-মুক্ত কর্মসূচিতে ইতিমধ্যে নিজের এলাকাকে পরিবেশবান্ধব করে নজর কেড়েছে। কেন্দ্রের স্বীকৃতিতে রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল সেটিতেও। এবারও বসিরহাট পুরসভার মুকুটে নয়া পালক। কেন্দ্রীয় কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডের তরফে দিল্লি থেকে পরীক্ষা করতে আসেন বসিরহাট পুরসভার হরিশপুর স্বাস্থ্যকেন্দ্রে। দুদিন ধরে পরীক্ষা চলে সেখানে। বারোটি বিভাগে প্রথম পাঁচটিতে ৯৮.৮৪ শতাংশ বাকি সাতটি বিভাগে ৯৮.১৯ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। দিবারাত্র কাজ করে চলেছে পুরসভার হেলথ অফিসার-সহ স্বাস্থ্যকর্মীরা। বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী বলেন, একদিকে ছোট ছোট শিশু, গর্ভবতী মায়েদের ভ্যাকসিনেশন, মাঝারি বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি-বাড়ি গিয়ে চিকিৎসা-পরিষেবা, সুস্থ রাখার জন্য বিভিন্ন শারীরিক পরীক্ষায় গত তিন বছর ধরে দিবারাত্র কাজ করে চলেছেন। ১০ থেকে ১৬ নম্বর ওয়ার্ড হরিশপুরে মূল হেলথ সিস্টেম কেন্দ্র। সেখান থেকে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা বাড়ি বাড়ি গিয়ে শুগার, পেশার, বাচ্চাদের টিকা, বিনামূল্যে চিকিৎসা, পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া চলেছে। তারই স্বীকৃতি পেয়েছি।
আরও পড়ুন-জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের: বিপাকে BLO-রা, SIR-এ মৃত্যু নিয়ে বিজেপিকে তুলোধনা শশীর

