প্রতিবেদন : খুব-একটা পারদপতন না হলেও আগামী সপ্তাহ থেকে অনুভূত হতে পারে শিরশিরানি শীতের (Winter) কাঁপুনি। কলকাতায় রাতের দিকে তাপমাত্রাও কমবে বেশ খানিকটা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহ থেকে ভোরের দিকে শীতের (Winter) আমেজ অনুভূত হতে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর নিচে ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা-ধোঁয়াশা থাকতে পারে কিছু জেলার কিছু অংশে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়া আরও শুষ্ক হবে। তবে পরিষ্কার আকাশ থাকবে। সকালে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও বাড়বে। রবিবার থেকে উত্তরের জেলায় পারদপতন হবে। সেখানেই সব জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুন-দেশের মধ্যে নজর কাড়ল বসিরহাট পুরসভা

