শিলিগুড়িতে উৎসব, রিচাকে পায়েস খাইয়ে বরণ করলেন মা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : রাস্তার দু-পাশে জনস্রোত। আলোয় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। শুক্রবার শিলিগুড়িতে যেন উৎসব। ঘরে ফিরলেন ঘরে ফিরলেন রিচা ঘোষ (Richa Ghosh)। ঘিয়ের প্রদীপ দেখিয়ে পায়েস খাইয়ে মেয়েকে বরণ করে নিলেন মা। তাঁর বাড়ি সুভাষপল্লি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত ২০০ মিটার রাস্তা মুড়ে ফেলা হয়েছে লাল গালিচায়। এই গালিচার ওপর দিয়েই হেঁটে সংবর্ধনা মঞ্চে উঠবেন সোনার মেয়ে। শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন বিশ্বকাপজয়ী বাংলার ক্রিকেটার। সেখানে ঢাকঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানান প্রচুর মানুষ। বিমানবন্দর থেকে হুডখোলা জিপে চড়ে শিলিগুড়়ি ফিরলেন তিনি। পথে বিপুল জনসমাগম দেখে রিচা বললেন, খুব ভাল লাগছে। আসতেই শহর জুড়ে উৎসব। আজ নিজের শহরে ফিরলেন মহিলা বিশ্বকাপজয়ী দলের অন্যতম বাংলার গর্ব রিচা ঘোষ (Richa Ghosh)। নেমেই পুলিশি কড়া নিরাপত্তায় রওনা দেন তাঁর নিজের বাড়ি অর্থাৎ সুভাষপল্লির বাড়ির পথে। আপাতত এক দিনের জন্যেই শিলিগুড়িতে ফিরলেন রিচা। ইতিমধ্যে হোর্ডিং, ব্যানারে সাজিয়ে ফেলা হয়েছে গোটা শহর। শুক্রবার বিভিন্ন সংগঠনের তরফে তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রিচার বাড়ি যাওয়ার কথা মেয়র গৌতম দেবের। পরে দুপুরে বাঘাযতীন পার্কে তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে। রিচার প্রত্যাবর্তনকে ঘিরে সাজছে গোটা শিলিগুড়ি। বাঘাযতীন পার্কে বিকেলে তাঁর নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থা। শহরের বিভিন্ন ক্লাব, স্কুল ও মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিজেদের মতো করে রিচাকে অভিনন্দন জানাতে প্রস্তুত। বাড়িতে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে রিচার জন্য। ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিলি পনির বানিয়েছেন তাঁর মা। থাকবে তাঁর প্রিয় মিষ্টিও। বাঘাযতীন পার্কের সংবর্ধনার পর রিচা বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যাবেন। সেখানেই তিনি ক্রিকেট খেলতে যেতেন। শনিবার কলকাতায় রিচার জন্য পৃথক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন-এসআইআর-আতঙ্ক: একদিনে চার মৃত্যু, নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের

Latest article