নয়াদিল্লি: অবাক কাণ্ড! ফেব্রুয়ারিতে ভোট দিলেন দিল্লিতে আর নভেম্বরে ভোট দিলেন বিহারে (Bihar)। বৃহস্পতিবার সগর্বে ভাঙলেন আইন। বিজেপি সাংসদ রাকেশ সিনহার ‘কীর্তি’। ফাঁস করল তৃণমূল। বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে মন্তব্য করা হয়েছে, ‘ফ্রম ডাবল ভোটিং টু ডবল স্ট্যান্ডার্ডস’। ভারতীয় গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে ওরা। পশ্চিমবঙ্গ যখন সংবিধান সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দাঁড়ায় তখন ওরা ‘অবজ্ঞা’, ‘অবাধ্যতা’ তকমা দিয়ে অপব্যাখ্যা করে। অথচ ওদের সাংসদরাই দু’বার দু’রাজ্যে ভোট দেন। অপব্যবহার করেন ভোটাধিকারের।
আরও পড়ুন-আমি যখন শিশু
তৃণমূলের স্পষ্ট হুঁশিয়ারি, নাগরিকদের ভোটাধিকারকে নিজেদের সম্পত্তি মনে করে যারা ব্যবসা করে বাংলা তাদের জ্ঞান শুনবে না।

