আমেদাবাদের বিমান দুর্ঘটনায় কোনওভাবেই দায়ী নন পাইলট

বিষয়টি এই মামলার শুনানিতে উল্লেখ করা হলে বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানিয়ে দেন, এমন হলে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা করা উচিত।

Must read

নয়াদিল্লি: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত পাইলটের শোকাহত বাবার পাশে দাঁড়াল শীর্ষ আদালত। তাঁকে আশ্বস্ত করে স্পষ্ট জানিয়ে দিল, এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান দুর্ঘটনার জন্য কোনওভাবেই পাইলট দায়ী নন। তাঁকে দোষ দেওয়া যায় না। দেশের কেউ বিশ্বাস করে না যে এটা পাইলটের ভুল। লক্ষণীয়, ওই বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে দোষারোপের আঙুল উঠেছিল দুর্ঘটনাকবলিত বিমানের ফ্লাইট ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের দিকে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ক্যাপ্টেন সুমিতের বাবা ৯১ বছরের পুষ্করাজ সাভারওয়াল। তাঁর আর্জি, টেকনিক্যাল দিক খতিয়ে দেখে তদন্ত হোক নিরপেক্ষভাবে। তাঁর দাবি, তদন্ত করা হোক সুপ্রিম কোর্টের কোনও একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর মিথ্যাচার দূরদর্শনের অপব্যবহার

এই মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। বেঞ্চের মন্তব্য, এই ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আপনাকে ওই বোঝা বইতে হবে না যে আপনার ছেলের দোষ আছে। বিচারপতিদের আশ্বাস, কেউ কোনওকিছুর জন্য আপনার ছেলের উপর দোষ চাপাতে পারবে না। বিচারপতি জয়মাল্য বাগচীর যুক্তি, পাইলটের বিরুদ্ধে গোপনে বা পরোক্ষভাবে কোনও অভিযোগ নেই। সবচেয়ে বড় কথা, দু’জন পাইলটের মধ্যে কথাবার্তার একাংশ তুলে ধরা হয়েছে তদন্ত রিপোর্টে। সেখানে আদৌ কোনও দোষারোপ পর্ব নেই। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টেই ইঙ্গিত করা হয়েছে, পাইলটের ভুলেই এই দুর্ঘটনা। এবং দাবি করা হয়েছে, ভারতীয় সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পাইলটের ভুলের দিকে ইঙ্গিত করা হয়েছে। বিষয়টি এই মামলার শুনানিতে উল্লেখ করা হলে বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানিয়ে দেন, এমন হলে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা করা উচিত।

Latest article