পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি (Barabani mine collapse) থানার চরণপুর খোলামুখ কয়লাখনিতে ব্যাপক ধস। কয়লা কাটতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু এক যুবকের। নিখোঁজ নিহত যুবকের বাবা। শুক্রবার রাতে বারাবনির চরণপুরের খোলা মুখ কয়লাখনিতে এই ধসের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।
মৃত যুবকের নাম সৌরভ গোস্বামী (১৮)। বারাবনি থানার দোমহানি বাজারের বাসিন্দা মৃত যুবক। মৃত যুবকের সঙ্গে তার বাবা নিমাই গোস্বামী ছিলেন। তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে বারাবনি থানার পুলিশ যুবকের দেহ খোলামুখ কয়লাখনি (Barabani mine collapse) থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠানো হয়েছে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে পৌঁছন। খোলামুখ কয়লাখনিতে এই ঘটনার পরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

