তৃণমূল কংগ্রেস (TMC) মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক শিক্ষক সেল কমিটিতে নামের তালিকা ঘোষণা করা হল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘোষণা করা হয়েছে এই তালিকা। তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে, নবনিযুক্তদের অভিনন্দন জানানো হয়েছে।
আরও পড়ুন- SIR প্রক্রিয়া ঘিরে নয়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতি হলেন প্রীতমকুমার হালদার। প্রাথমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতি হয়েছেন মইদুল ইসলাম মোল্লা। সেই সঙ্গে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সেলের জেলা সভাপতি ও সহ-সভাপতিদের নামের তালিকাও প্রকাশ করা হয়। ঘোষণা করা হয় রাজ্য কমিটির সদস্যদের নামের তালিকাও।


