এশিয়া মাস্টার্সে সোনা বাংলার মহিলা সিভিক ভলান্টিয়ারের

Must read

প্রতিবেদন : আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করল বাংলা। বাংলার মহিলা সিভিক ভলান্টিয়ার ২২টি দেশকে টেক্কা দিয়ে ছিনিয়ে আনলেন সোনা। আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় শিরোপা উঠল মালদহের নাইমা খাতুনের (naima khatun) মাথায়। মালদহের মানিকচকের বাসিন্দা ৩৬ বছরের নাইমা একজন সিভিক ভলান্টিয়ার। ছোটবেলা থেকেই জ্যাভলিনের প্রতি তাঁর আকর্ষণ ছিল। সেই জ্যাভলিনই তাঁকে দিল বহু আকাঙ্ক্ষিত সাফল্য। সেইসঙ্গে গর্বিত করল বাংলাকে।

আরও পড়ুন- প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

মানিকচকের রাজনগর গ্রামে বাড়ি নাইমার (naima khatun)। মানিকচক থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত। পরিবারে রয়েছেন মা, দাদা ও বিধবা বোন। সিভিক ভলান্টিয়ারের দায়িত্ব পালনের পাশাপাশি খেলার প্রতিও তাঁর নিষ্ঠা চোখে পড়ার মতো। রাজ্যস্তরে দু’বার এবং জাতীয় স্তরে একবার জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় সোনা জিতেছেন তিনি। ২০২৪ সালে আন্তর্জাতিক স্তরের খেলার জন্য সিলেকশন রাউন্ডে ভাল ফল করে এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ প্রতিযোগিতায় সুযোগ পান নাইমা। তামিলনাড়ুর চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় ৩৫ ঊর্ধ্ব মহিলা বিভাগে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সেখানে ৩০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে স্বর্ণপদক জিতলেন বাংলার মেয়ে। নাইমা জানিয়েছেন, স্কুল-কলেজ থেকে শুরু করে এখন থানার বড়বাবু-মেজবাবুরাও তাঁকে খেলার উৎসাহ দেন। প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত মালদহের মহিলা সিভিক ভলান্টিয়ার।

Latest article