নয়াদিল্লি: পার্লামেন্ট-ফোবিয়ায় আক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন তিনি। তাই এবার এত স্বল্প সময়ের সংসদীয় অধিবেশন ডেকেছে বিজেপি সরকার। শনিবার শীতকালীন অধিবেশনের দিন ঘোষণার পরই এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
আরও পড়ুন-বীরভূমে নানা শিল্পে বিনিয়োগ হচ্ছে ১৮৫০ কোটি, জেলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ
শনিবার নিজের ট্যুইট ও ব্লগে কেন্দ্রকে কটাক্ষ করে ডেরেক বলেন, মাত্র ১৫ দিন সংসদের বৈঠক হবে। বিজেপি জোট সরকার যে অসম্ভব চাপে রয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনের জন্য এত অল্প সময় ধার্য করা তারই প্রমাণ। আসলে বিরোধীদের অভিযোগ ও বিতর্ককে ভয় পায় বিজেপি। মোদির পার্লামেন্ট-ফোবিয়া আছে। ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদীয় অধিবেশনের সময় কমছে। আলোচনা এড়িয়ে একতরফা বিল পাশ এই সরকারের লক্ষ্য। তার উপর শরিকদের নিয়ে বিরাট অস্বস্তি রয়েছে বর্তমান সরকারের। নিজেদের জোটের অপ্রিয় ইস্যু ও মতভেদ যাতে ধরা পড়ে না যায় তাই সংসদের সময় কমিয়ে বিতর্ক ও আলোচনার পরিসর কমিয়ে আইনসভার গুরুত্ব নষ্ট করে দিতে চাইছে মোদি সরকার। এর আগে সংখ্যার জোরে তড়িঘড়ি বিল পাশ করিয়েও জনমতের চাপে তা কার্যকর করতে পারেনি তারা। পিছু হঠতে হয়েছে। গণতান্ত্রিক ও সংসদীয় ব্যবস্থার প্রতি যে এই সরকারের ন্যূনতম সম্মান নেই, তার একের পর এক নজির রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা থাকলে কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের আগেই শীতকালীন অধিবেশন শুরু করতে পারত। ২৬ নভেম্বর সংসদ দিবস। ওইসময় অধিবেশনে চললে ওইদিন গুরুত্বপূর্ণ আলোচনা-বিতর্কের মাধ্যমে ভারতের সংবিধানের প্রতি সম্মান জানানো যেতে পারত। কিন্তু এই সরকারের তো সংসদেই অনাস্থা!

