গ্রামীণ এলাকার উন্নয়নে জোর দিতে বড় উদ্যোগ প্রশাসনের

জানা গিয়েছে, পথশ্রী ১, পথশ্রী ২ এবং পথশ্রী ৩ প্রকল্পে পূর্ব মেদিনীপুরজুড়ে ঢালাও রাস্তা সংস্কার হয়েছে। এরপরেও কিছু রাস্তার সংস্কার বাকি আছে।

Must read

তুহিনশুভ্র আগুয়ান, তমলুক: গ্রামীণ এলাকার উন্নয়নে জোর দিতে এবার বড়সড় উদ্যোগ নিল প্রশাসন। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লক এলাকায় মোট ১৪০টি রাস্তা সংস্কারের জন্য ৮৮ কোটি টাকা বরাদ্দ করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। এই টাকায় জেলার সমস্ত বেহাল রাস্তাঘাট সংস্কার করা হবে। ইতিমধ্যে জেলা পরিষদের তরফে এর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই সংস্কারকাজ শুরু হবে। জানা গিয়েছে, পথশ্রী ১, পথশ্রী ২ এবং পথশ্রী ৩ প্রকল্পে পূর্ব মেদিনীপুরজুড়ে ঢালাও রাস্তা সংস্কার হয়েছে। এরপরেও কিছু রাস্তার সংস্কার বাকি আছে।

আরও পড়ুন-রিচাকে অধিনায়ক দেখতে চান সৌরভ

গ্রামাঞ্চলে বর্ষাকাল এলে মানুষ ভোগান্তি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন। এবার তাই গ্রামীণ এলাকার সমস্যা সমাধানে ৮৮ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ১৪০টি রাস্তার মধ্যে ১৩৩টি রাস্তা তৈরির দায়িত্ব জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিগুলির। বাকি ৭ রাস্তার দায়িত্ব পশ্চিমবঙ্গ গ্রামীণ সড়ক উন্নয়ন সংস্থার। ইতিমধ্যে ১১৭টি রাস্তার জন্য ঠিকাদার নিয়োগও হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই জেলাজুড়ে চলবে উন্নয়নের জোয়ার। সবকটি মিলিয়ে প্রায় ১৬৭ কিলোমিটার রাস্তা সংস্কার হবে জেলায়। এই খবরে খুশি জেলার মানুষও। জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন, এই সব রাস্তা বেহাল থাকায় স্থানীয় মানুষ একাধিকবার প্রশাসনের কাছে সংস্কারের দাবি জানান। সেইমতো রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বর্ষার আগেই জেলার মানুষ এই সুবিধা পাবেন।

Latest article