ওয়াশিংটন: নির্দিষ্ট কয়েকটি রোগ থাকলে আমেরিকা যাওয়ার ভিসা মিলবে না। বিদেশি অভিবাসীদের চাপ কমাতে এবার নতুন শর্ত যোগ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। সংবাদসংস্থার খবর, বিভিন্ন দেশের দূতাবাসে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে মার্কিন বিদেশ দফতর।
আরও পড়ুন-গ্রামীণ এলাকার উন্নয়নে জোর দিতে বড় উদ্যোগ প্রশাসনের
নির্দেশিকায় বলা হয়েছে, আগামী দিনে আমেরিকায় গিয়ে যাঁরা থাকতে চান, তাঁদের ভিসা মঞ্জুর করার আগে তৎকালীন স্বাস্থ্যের অবস্থা, বয়স, আর্থিক অবস্থা বিবেচনা করতে হবে। দীর্ঘমেয়াদি কোনও অসুস্থতা থাকলে তাঁদের ভিসা দেওয়া হবে না।
নির্দেশিকা অনুযায়ী, মার্কিন ভিসা আবেদনকারীদের হার্টের সমস্যা, শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যানসার, ডায়াবেটিস, বিপাকজনিত কোনও রোগ, স্নায়ুর দীর্ঘমেয়াদি সমস্যা এবং নির্দিষ্ট মানসিক সমস্যা থাকলে ভিসা আটকে যেতে পারে।

