সংবাদদাতা, পানিহাটি : এসআইআর আতঙ্কে বাংলায় যাঁরা প্রাণ হারাচ্ছেন এর দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে, বিজেপিকে নিতে হবে, বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশনকে নিতে হবে। শনিবার সন্ধ্যায় পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়ি থেকে বেরিয়ে এমনই মন্তব্য করেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রদীপ করের বাড়িতে যান সাংসদ পার্থ ভৌমিক, সাংসদ সামিরুল ইসলাম, বিধায়ক নির্মল ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যান্যরা। সম্প্রতি এসআইআর শুরুর পর রাজ্যে প্রথম আত্মহত্যা করেন এই প্রদীপ কর। তিনি আত্মহত্যার আগে সুইসাইড নোটে লিখে যান এনআরসি আতঙ্কের কথা।
আরও পড়ুন-বাংলার বাড়ি : জেলা প্রশাসনকে নজরদারির নির্দেশ মুখ্যসচিবের
ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই নির্দেশে এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা পরিবারের সঙ্গে দেখা করেন পার্থ ভৌমিক। তিনি বলেন, শুভেন্দু অধিকারী তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিল বাংলায় বহু রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম আছে। এসআইআর হলে ১ কোটির উপরে ভোটারের নাম বাদ যাবে। এসআইআর শুরু হতেই বহু হিন্দু আত্মহত্যা করেছেন। হিন্দু, মতুয়াদের নাম বাদ যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি শুভেন্দুর ভাঁওতা বুঝতে পারছে তাই শুভেন্দু এখন তৃণমূল এসআইআর চাইছে বলে নিজেরা পার পেতে চাইছে। তা হবে না, এই মৃত্যুর ও মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার কৈফিয়ত দিতে হবে।

