শনিবার ৮ নভেম্বর শিলচর NIT-এর তিন পড়ুয়া অসমের ডিমা হাসাও জেলায় একটি জলপ্রপাতে ঘুরতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বাকি দুই পড়ুয়া এখনও নিখোঁজ। অসমের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)-এর সাত পড়ুয়া ডিমা হাসাও জেলার ওই বুলসোল ফলসের কাছে পিকনিক করতে গিয়েছিলেন। এদিন দুপুর ২টো নাগাদ একজন হঠাৎ করেই জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে আরও দু’জন জলে লাফ দেন। কিন্তু জলের স্রোত এতটাই বেশি ছিল যে তাঁরাও ভেসে যান। খবর দেওয়া হয় পুলিশ ও NDRF-এর কাছে। শুরু হয় তল্লাশি অভিযান।
আরও পড়ুন-আবর্জনার স্তূপে এক নতুন পাথরের ইতিহাস
পুলিশ সূত্রে খবর, অনেক খোঁজাখুঁজির পর জলপ্রপাত থেকে (NIT)-এর এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২০ বছরের ওই পড়ুয়া উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এখনও নিখোঁজ ১৯ বছরের রাধিকা ও ২০ বছরের সৌহার্দ রাই। শনিবার যেখানে তাঁরা পিকনিক করতে গিয়েছিলেন, সেই বুলসোল জলপ্রপাতটি এনআইটি শিলচর থেকে ৫৫ কিমি দূরে এবং বেশ জনপ্রিয়। NIT শিলচর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নিখোঁজ তিনজনই ইনস্টিটিউটের ছাত্র। তিনজনই ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া। একজন মহিলা বিহারের এবং অন্য দুজন উত্তরপ্রদেশের। তারা সপ্তাহান্তে তাদের ক্যাম্পাস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ডিমা হাসাওয়ের হারাঙ্গাজাওতে ঝর্ণার দিকে গিয়েছিলেন।
আরও পড়ুন-জন্মশতবর্ষে তিন কিংবদন্তি
ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুখ আহমেদ জানিয়েছেন “আমাদের দল ঘটনাস্থলে রয়েছে, এবং হাফলং এবং শিলচর থেকে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) দলগুলিও চেষ্টা চালাচ্ছে।” সকলেরই পরিবারকে জানানো হয়েছে এবং আজ রবিবার তারা শিলচর আসবেন।

