‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
মুক্তি
ঝরছে রক্ত
বাড়ছে মৃত্যু
কাড়ছো জীবন
দুঃখ ভুবন
সন্ত্রাসী প্লাবন।।
সংকটে শ্রাবণ
কান্নাতে ভাদ্র
জ্বলছে চিতা
শোকের রৌদ্র
রক্তাক্ত দংশন।।
চলছে গর্জন
বুলেট অর্জন
ছুটছে কামান
জ্বলছে শয়তান
বন্ধন-ক্রন্দন।।
কিসের অন্বেষণে
আজ মৃত্যু আমন্ত্রণে
ভাবছি অনুমানে
কুহেলিকা সমীরণে
মুক্ত করো শ্রাবণ।।

