৩৯ বছর আগে ম্যাচের সেরা হয়েছিলেন ‘দিদি’

ইডেনে চলছে বিশ্বজয়ী রিচার সংবর্ধনা অনুষ্ঠান। সঞ্চালকের মুখে মুখ্যমন্ত্রীর অতীতের গল্প। এক-আধ বছর আগেকার নয়, প্রায় ৩৯ আগেকার ঘটনা।

Must read

প্রতিবেদন : ইডেনে চলছে বিশ্বজয়ী রিচার সংবর্ধনা অনুষ্ঠান। সঞ্চালকের মুখে মুখ্যমন্ত্রীর অতীতের গল্প। এক-আধ বছর আগেকার নয়, প্রায় ৩৯ আগেকার ঘটনা। সেবার মাঠের সেরা খেলোয়াড় হয়েছিলেন আজকের মুখ্যমন্ত্রী। সেই পুরনো ছবি হঠাৎ ভাইরাল। ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে।
কী হয়েছিল? সময়টা সম্ভবত ১৯৮৬। লোকসভা ও রাজ্যসভার সদস্যদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ-মহিলা সব সাংসদই খেলেন। কেন্দ্রীয় মন্ত্রী পি আর কুমারমঙ্গলমের নেতৃত্বে লোকসভার টিম মাঠে নেমেছিল। যে টিমের অন্যতম সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে ছিলেন রাজ্যসভার সদস্যরা। সেই খেলাতেই অসাধারণ পারফর্ম করে ম্যাচের সেরা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে তৎকালীন মন্ত্রী মার্গারেট আলভার পাশে বসে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। মাথায় টুপি। পিছনে অন্য সাংসদরা।

আরও পড়ুন-দিনের কবিতা

ছবিটি পোস্ট করেছিলেন মার্গারেট আলভার ছেলে নিবেদিত আলভা। অনেক আগে করা পোস্ট। অথচ হঠাৎই সমাজমাধ্যমে উঠে এসেছে। রিচার সংবর্ধনা সভায় বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর সেই সময়ের পারফরম্যান্সের কথা উল্লেখ হয়েছে। আসলে খেলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাড়ির টান বহুদিনের, তা অতীতের এই ছবিটিই বহন করে চলেছে।

Latest article