রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যোগীরাজ্যে! পুলিশ যে রক্ষকের নামে ভক্ষকের ভূমিকা বেশি পালন করছে বেশিরভাগ ক্ষেত্রেই সেই বিষয়ে সন্দেহ নেই। স্কুটির দাম ১ লাখ টাকা এদিকে ২০.৭৪ লাখ টাকার চালান কাটল যোগীর পুলিশ। উত্তরপ্রদেশের (UttarPradesh) মুজফ্ফরনগরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক দারোগা ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য এক স্কুটি চালককে ২০.৭৪ লাখ টাকার চালান ধরিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই ওই চালানের কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। খোদ এসপি (ট্রাফিক) নয়ী মন্ডিতে পৌঁছে চালানটি সংশোধন করান। নতুন চালানটি প্রায় চার হাজার টাকার করা হয়েছে।
আরও পড়ুন-‘সার’ আতঙ্কে মৃত্যু, পাশে তৃণমূল, স্বজনহারাদের বাড়িতে দল, সমবেদনা
গান্ধী কলোনি পুলিশ চৌকিতে দারোগা নবাব সিং গাড়ির চেকিং করছিলেন। তিনি একজন স্কুটি চালককে থামিয়ে আরোহীর কাছে কাগজপত্র দেখতে চান। স্কুটির কাগজপত্র না থাকা এবং চালকের হেলমেট না থাকার কারণে দারোগা স্কুটিটি বাজেয়াপ্ত করে চালান কাটেন। চালানে জরিমানার পরিমাণ দেখে চালক হতভম্ব। স্কুটিটির জন্য ২০.৭৪ লাখ টাকার চালান কাটা হয়। নিমেষের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই অপ্রকৃতস্থ চালান। বিপদ বুঝে কিছুক্ষণ পরেই ট্রাফিক পুলিশ ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামে। এই চালানটি নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। স্কুটির দাম যেখানে এক লাখ টাকা সেখানে চালান কাটা হয়েছে ২০.৭৪ লাখ টাকার।
আরও পড়ুন-৩৯ বছর আগে ম্যাচের সেরা হয়েছিলেন ‘দিদি’
জানা গিয়েছে, এসপি ট্র্যাফিক অতুল চৌবে নয়ী মন্ডি কোতোয়ালিতে পৌঁছে চালানের অঙ্কটি সংশোধন করিয়ে জানিয়েছেন চালান কাটার সময় ধারা ২০৭ দেওয়ার কথা ছিল। ভুল করে সেটা টাকার কলামে লেখা হয়ে যায়। তবে এই যুক্তি অনেকেই মানতে নারাজ। কারণ যদি সেটা ধারা হবে তাহলে টাকার পাশের চিহ্ন সেখানে থাকতো না। একজন পুলিশ আধিকারিক এই ধরণের ভুল কাজের ক্ষেত্রে কিভাবে করতে পারেন সেই নিয়ে প্রশ্নও তুলছেন অনেকেই। তবে সেটা যে ভুল না, সম্পূর্ণ ইচ্ছাকৃত সেই বিষয়েও নিশ্চিত হয়েছে নেটিজেনরা।

