SIR আতঙ্কে মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, SSKM-এ চিকিৎসাধীন

আশা সোরেনের পরিবারের সঙ্গেও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে গঠিত কমিটি যোগাযোগ রাখছে ও পাশে থাকছে।

Must read

শনিবার হুগলির (Hooghly) ধনেখালিতে সোনেখালির সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকার বাসিন্দা মা ও মেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি পরিজনদের। ঘটনাটি ঘটেছে শনিবার। তাঁরা। পরিবারের তরফে জানা গিয়েছে আট বছর আগে ধনেখালির বাসিন্দা আশা সোরেনের সঙ্গে পূর্ব বানপুরের বাসিন্দা সন্তু সোরেনের সঙ্গে বিয়ে হয়। তাঁদের ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তিতে পাঁচ বছর আগে শ্বশুর বাড়ি ছেড়েছেন আশা। কার্যত শ্বশুরবাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এসআইআর শুরু হওয়ার পরে তিনি জানতে পারেন তাঁকে ইনিউমারেশন ফর্ম সংগ্রহ করতে যেতে হবে শ্বশুরবাড়িতে। তাঁর বাপের বাড়িতে যেখানে তিনি সন্তানকে নিয়ে রয়েছেন সেখানে তাঁকে ফর্ম দেওয়া হবে না। এরপর থেকেই শ্বশুরবাড়ি যাওয়ার হতাশায় ভুগতে থাকেন তিনি।

আরও পড়ুন-কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

হতাশায় আশা সোরেন নিজেও বিষ খান। নিজের ছয় বছরের সন্তানকেও বিষ খাওয়ান। দুজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। ইতিমধ্যেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও নেতৃত্বদের নিয়ে আলাদা আলাদা কমিটি গঠন করে এসআইআর পর্বে বিভিন্ন কারণ মৃতদের পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। আশা সোরেনের পরিবারের সঙ্গেও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে গঠিত কমিটি যোগাযোগ রাখছে ও পাশে থাকছে।

Latest article