প্রতিবেদন : এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই বহু ভোটারের মৃত্যু হয়েছে, এবার মৃত্যু হল এক বিএলও-র। নাম নমিতা হাঁসদা। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। নিজের চাকরি সামলে নির্ধারিত সময়ের মধ্যেই ফর্ম বিলি করতে হবে, কমিশনের এই ফরমানে কাজ করতে গিয়ে চরম উদ্বেগেই ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের বিএলও নমিতার, দাবি পরিবারের। কারও নাম নেই ভোটার তালিকায়, কারও নাম-পরিচয় ভুলে ভরা। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, সেই সময় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিতে রাতের ঘুম ছুটেছে বিএলও-দের।
আরও পড়ুন-মৃতদের পরিবারের পাশে তৃণমূল
সেই কাজের চাপ নিতে না পেরেই মৃত্যু হল মেমারির অঙ্গনওয়াড়ি কর্মী ওই প্রৌঢ়ার, পরিবারের দাবি। এসআইআরের কাজ নিয়ে অত্যন্ত মানসিক চাপে ছিলেন। শনিবার রাতে ফর্ম বিলি করার সময়ই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসক মৃত্যুর কারণ জানিয়েছেন ব্রেন স্ট্রোক। খবর ছড়িয়ে পড়তেই কমিশন এবং এসআইআর আতঙ্ক ছড়ানোর জন্য বিজেপির নিন্দায় মুখর সবাই। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী সরাসরি গদ্দার অধিকারীকে এই জন্য দায়ী করেছেন।

