প্রতিবেদন: শুধু আইএসএল নিয়ে অনিশ্চয়তাই নয়, আয়োজক স্বত্ব নিজেদের হাতে থাকা সত্ত্বেও আই লিগ সময়ে শুরু করতে পারেনি এআইএফএফ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও আই লিগ শুরুর দিনক্ষণ নিয়ে পরিষ্কার ছবি সামনে নেই। তবু ডায়মন্ড হারবার এফসি-র (DHFC) মতো প্রথমবার আই লিগে উত্তীর্ণ ক্লাব প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না। তাই দেশের বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে নিজেদের তৈরি রাখছে কিবু ভিকুনার দল। চলতি মাসে প্রায় একই সময়ে দু’টি টুর্নামেন্টে খেলবে ডায়মন্ড হারবার। ওড়িশার একটি টুর্নামেন্টে খেলার পাশাপাশি সিকিম গভর্নর্স গোল্ড কাপে খেলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ২৮ বছর পর সিকিম গোল্ড কাপে খেলবে ইস্টবেঙ্গলও।
আরও পড়ুন-ফেডেরারের রেকর্ড ভাঙলেন জকো
ওড়িশায় বিদেশি-সহ প্রথম সারির সিনিয়র দল নিয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার। সেই দলের কোচ হিসেবে যাচ্ছেন কিবু। গ্যাংটকের টুর্নামেন্টে ডায়মন্ড হারবার (DHFC) সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। ২৬ নভেম্বর কোয়ার্টার ফাইনালে জিতলে ২৮ তারিখ সেমিফাইনাল। জিতলে ফাইনাল ৩০ নভেম্বর। অন্যদিকে, ১৬ নভেম্বর ওড়িশায় খেলতে যাচ্ছে কিবুর দল।
ডায়মন্ড হারবার এফসি-র সহসভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় বললেন, গ্যাংটকের পালজোর স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠে গতবার চোট পেয়েছিল আমাদের কয়েকজন ফুটবলার। টার্ফ ভাল না হওয়ায় আমরা দ্বিতীয় সারির দল পাঠাচ্ছি সিকিমে। তবে ওড়িশায় সেরা দলই যাচ্ছে।

