প্রতিবেদন : চিকিৎসা-বিজ্ঞানে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করলেন বাঁকুড়ার চিকিৎসক-বিজ্ঞানী ডাঃ উদয়চন্দ্র ঘোষাল (Dr.Uday Chandra Ghoshal)। চিকিৎসা-বিজ্ঞানে অসামান্য গবেষণা ও অবদানের জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি বছরের বিশ্বব্যাপী সেরা বিজ্ঞানীদের মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন উদয়বাবু। গ্যাস ও পরিপাকতন্ত্রের জটিল রোগের চিকিৎসায় নতুন পথ উন্মোচন করে চিকিৎসা-বিজ্ঞানে বিরাট অবদান রেখেছেন তিনি (Dr.Uday Chandra Ghoshal)। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নিজের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন তিনি। তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে রয়েছে ব্রিদ টেস্ট, মানুষের নিশ্বাসে হাইড্রোজেন ও মিথেন গ্যাসের পরিমাণ নির্ধারণ করে এই পরীক্ষা। বর্তমানে শহর কলকাতার এক হাসপাতালের চিকিৎসা-পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন ডাঃ উদয়চন্দ্র ঘোষাল।
আরও পড়ুন-বাংলা সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

