লখনউ: যোগীরাজ্যে (Uttar Pradesh) শিক্ষাক্ষেত্রেও চলছে চূড়ান্ত অমানবিকতা, নিষ্ঠুরতা। পরীক্ষার ফি জমা দিতে না পারায় কলেজের তৃতীয় সেমিস্টারের এক ছাত্রকে চূড়ান্ত অপমান করলেন অধ্যক্ষ। বললেন, কলেজ কোনও ধর্মশালা নয়। এখানেই শেষ নয়, তাঁকে চুলের মুঠি ধরে ব্যাপক মারধরও করলেন অধ্যক্ষ। পুলিশ ডেকে ২০ বছরের ওই পড়ুয়াকে বের করে দেওয়া হয় কলেজ থেকে। অপমানে, দুঃখে শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া। তার আগে একটি ভিডিওতে সমস্ত ঘটনার কথা জানিয়ে রেকর্ডও করেন ওই পড়ুয়া। ন্যক্কারজনক এই ঘটনার সাক্ষী হল মুজফফরনগর জেলার বুধানার একটি কলেজে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্যে। সাধারণ মানুষের অভিযোগ, এর নৈতিক দায় এড়াতে পারে না যোগী প্রশাসন (Uttar Pradesh Administration)। ভিডিওতে ওই ছাত্র অভিযোগ করেছেন, ফি বাবদ কোনওরকমে ১৭০০ টাকা জোগাড় করেছিলেন তিনি। কিন্তু বাকি ৭০০০ টাকা জোগাড় করতে পারেননি। সেই কারণেই তাঁকে পরীক্ষায় বসতে দিচ্ছিল না কর্তৃপক্ষ। তার উপর অধ্যক্ষের চরম লাঞ্ছনা। ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় দিল্লির ওই হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন ওই পড়ুয়া। পরে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন-আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার গবেষককে

