মনিশ কীর্তনীয়া: বিধানসভায় আসতে না আসতেই ভাতা বাড়ানোর দাবি বিজেপি বিধায়কদের। এমনিতে একজন বিধায়কের সব মিলিয়ে বেতন ২১ হাজার ৮৭০। এর সঙ্গে বিধানসভার বিভিন্ন কমিটিতে থাকার দরুণ তাঁরা ২০০০ টাকা করে পান। মিটিং এটেন্ড করলে সব মিলিয়ে মাসে তা ৬০ হাজার টাকা। ফলে একজন বিধায়কের মোট প্রাপ্ত অর্থমূল্য ৮১ হাজার ৮৭০ টাকা।
আরও পড়ুন-দিল্লিতে ৯ বছরের বালিকাকে গণধর্ষণ-খুন, শাহকে কড়া ভাষায় আক্রমণ অভিষেকের
এই অবস্থায় বিজেপি বিধায়করা মৌখিকভাবে বিধানসভাকে জানিয়েছেন এই ২০০০ টাকা করে ভাতা সেটা আরও ১০০০ টাকা করে বাড়ানো হোক। তাহলে মাসে ৯০ হাজার টাকা। এখন হিসেব করলে দেখা যাচ্ছে এই দাবি অনুযায়ী, যদি ভাতা বাড়ানো হয় তাহলে একজন বিধায়কের মোট প্রাপ্য হবে ১ লক্ষ ১১ হাজার ৮৭০ টাকা। এমনিতে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০০০ টাকা করে বিধায়কদের বেতন বাড়িয়েছেন।
আরও পড়ুন-জল-বিধ্বস্ত জেলার মন্ত্রীদের নিজের জেলায় থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
সবে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। বিধায়কের সংখ্যা বিজেপির এই মুহূর্তে যা তাতে প্রায় বেশিরভাগই নতুন। এই অবস্থায় তাঁদের বিধানসভায় গিয়ে এই ভাতা বাড়ানোর দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে।