আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায় (Kolkata_temperature)। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের প্রবেশে সুবিধা হয়েছে। আগামী পাঁচদিন একইভাবে পারদ পতন জারি থাকবে দুই বঙ্গে। সেই সঙ্গে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
ইতিমধ্যেই কলকাতায় (Kolkata_temperature) তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। রবিবার তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি পর্যন্ত নেমেছিল। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। মূলত মেঘমুক্ত আকাশ। দিনে রোদ থাকলেও গরমের কষ্ট থাকবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আরও পড়ুন-রবিবারে জনসমুদ্র নন্দন চত্বরে, এই উৎসব দুর্গাপুজোর মতোই : প্রসেনজিৎ
দেশে শৈত্যপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে। পশ্চিম রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। তারই প্রভাব বাংলার পশ্চিমের জেলাগুলিতেও। বীরভূম, পুরুলিয়া প্রভৃতি জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচেও নেমেছে কোনও কোনও জায়গায়। আগামী পাঁচদিন এই পরিবেশ জারি থাকার পূর্বাভাস রয়েছে।
উত্তরের জেলাগুলিতেও একইভাবে কমেছে তাপমাত্রার পারদ। কালিম্পং, জলপাইগুড়িতে তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে নেমেছে। সেই সঙ্গে হালকা কুয়াশার আমেজ থাকবে। আগামী পাঁচদিন তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তন হবে না তেমন।

