উত্তরকন্যা থেকে ‘রিচা ক্রিকেট স্টেডিয়ামে’র ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার, উত্তরকন্যা থেকে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের ২২ বছরের রিচা ঘোষের নামে উত্তরবঙ্গে স্টেডিয়াম তৈরি করা হবে। সোমবার, উত্তরকন্যা থেকে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার কলকাতায় ইডেন গার্ডেনে রিচা ঘোষকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সম্মানিত করে সিএবি ও রাজ্য সরকার।

আরও পড়ুন-যন্তরমন্তরে প্রকাশ্যে গুলি চালিয়ে আত্মঘাতী ব্যক্তি

এদিন উত্তরকন্যায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, ”মাত্র ২২ বছর বয়সে রিচা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। আমাদের নেতারা তাঁর শহরে তাঁর জন্য একটি বিশাল সংবর্ধনার আয়োজন করেছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা তাঁকে সম্মানিত করেছি। কিন্তু তাঁর উদ্দেশ্যে আমি একটি স্টেডিয়াম তৈরি করতে চাই, এখানে একটি ক্রিকেট স্টেডিয়াম করব। প্রায় সাতাশ একর জমি আছে চাঁদমারি বাগানে। আমি মেয়রকে বলব ওটা একটা ক্রিকেট স্টেডিয়াম করতে। এই ক্রিকেট স্টেডিয়ামটির নাম হবে ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’। ভবিষ্যতেও মানুষ যেন তাঁর পারফরম্যান্স মনে রাখে এবং অনেকেই যাতে অনুপ্রাণিত হন তাই এই পরিকল্পনা করা হচ্ছে।”

আরও পড়ুন-সিনেমা দেখে ছক! খুনের পরে স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

এছাড়া রিচা ঘোষের নামে ইন্ডোর স্টেডিয়ামে একটি স্ট্যান্ড গড়তে চলেছে শিলিগুড়ি পুরসভা। শুক্রবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে রিচা ঘোষের নাগরিক সংবর্ধনা সভায় এই ঘোষণা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরের ফুলেশ্বরী এলাকায় এই ইন্ডোর স্টেডিয়ামটি মেরামতি শুরু হয়েছে। চলতি বছরেই সেটি চালু হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে রিচা বাংলা দলে সুযোগ পান। ১৯ বছর বয়সে ভারতীয় দলে প্রথমবার খেলেন তিনি। ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ জেতার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন। এছাড়া রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরিও দেওয়া হয়েছে।

Latest article