গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে তাঁকে। গত এক সপ্তাহ ধরেই শরীর ভাল নেই অভিনেতার। হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় এর আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল। তবে অবস্থার অবনতি হওয়ার তাঁকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।
আরও পড়ুন-বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের হিসাব পেশ মুখ্যমন্ত্রীর
ধর্মেন্দ্রর বর্তমানে বয়স ৮৯ বছর। আগামী ৮ ডিসেম্বর জন্মদিনের আগেই অভিনেতার শারীরিক অবস্থার অবনতিতে বেশ উদ্বিগ্ন অনুরাগীরা। চলতি বছরের এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে গ্রাফট সার্জারি হয়। তারপর থেকেই বেশ দুর্বল ছিলেন তিনি। যদিও কাজ চালিয়ে গিয়েছেন। ১৯৬০ সালে তাঁর ডেবিউ হয় ‘দিল ভি তেরা হুম ভি তেরে’ ছবির মধ্যে দিয়ে। শোলে, ধারম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ, ড্রিম গার্ল– সিনেমার মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। ‘তেরি বাতোঁ মে উলঝা হুয়া’ ছবিতে শেষবার তাঁকে দেখা যায়। সামনে রয়েছে নতুন ছবি ‘ইক্কিশ’। মুক্তি পাওয়ার কথা এই বছর বড়দিনে। তাঁর মাঝেই এই অসুস্থ চিন্তা বাড়াচ্ছে সকলেরই।

