সংবাদদাতা, কোচবিহার : টাকা দিন, ২০০২ সালের ভোটার তালিকায় নাম তুলে দেব! বাড়ি-বাড়ি গিয়ে এমনভাবেই বিভ্রান্ত করা হচ্ছিল সাধারণ মানুষকে। স্থানীয়রা একজোট হয়ে গুণধর ওই বিজেপিকর্মীকে তুলে দেন পুলিশের হাতে। কোচবিহারের ঘটনা। ধৃতের নাম শ্যামল দাস। সোমবার সাংবাদিক বৈঠক করে এই ঘটনা সকলের সামনে তুলে ধরেন মন্ত্রী উদয়ন গুহ। সাধরণ মানুষকে সচেতন করতে সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা পোস্ট করেছেন মন্ত্রী।
আরও পড়ুন-গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশনে ধর্মেন্দ্র
সাংবাদিক বৈঠকে মন্ত্রী নিজের মোবাইল ফোন থেকে অভিযুক্তের ফেসবুক প্রোফাইল খুলে সাংবাদিকদের দেখান— ফেসবুক পেজের ছবিতে দেখা গেছে বিজেপির প্রাক্তন সাংসদকে। এসআইআর নিয়ে যখন সরগরম রাজনীতি তখন দিনহাটার বিজেপির নেতাদের ঘনিষ্ঠ ওই সমর্থকের কর্মকাণ্ডে কার্যত মুখ পুড়েছে গেড়ুয়া শিবিরের। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম তুলে দেবার জন্য এলাকায় যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই তাদের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল এই অভিযুক্ত। দিনহাটা বিধানসভার বিজেপির ২ মণ্ডল সম্পাদক দেবব্রত দাসের ভাই এই অভিযুক্ত শ্যামল।

