বাংলায় সর্ববৃহৎ ট্রাস্ট তৈরি, ১৭.৪ একর জমিতে মহাকাল মন্দির

মন্ত্রিসভায় পাশ হয়েছে। মহাকাল মন্দিরের কাজও শুরু হয়ে গিয়েছে। সোমবার শিলিগুড়িতে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : মন্ত্রিসভায় পাশ হয়েছে। মহাকাল মন্দিরের কাজও শুরু হয়ে গিয়েছে। সোমবার শিলিগুড়িতে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চাঁদমণিতে ১৭.৪ একর জমিতে হবে মন্দির। মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যসচিবের নেতৃত্বে একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে।

আরও পড়ুন-টাকা নিয়ে ভোটার লিস্টে নাম, ধৃত বিজেপি কর্মী

দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিত, কোচবিহারের মদনমোহন মন্দিরের পুরোহিত, জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের পুরোহিতদের নিয়ে শিলিগুড়ির মহাকাল মন্দিরের পুজো করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রাস্ট কমিটিতে গৌতম দেব, সঞ্জয় টিব্রুয়াল, দিলীপ দুগ্গার, রুদ্র চ্যাটার্জি, হর্ষবর্ধন নেওটিয়া, সত্যম রায়চৌধুরী, অংশুমান চক্রবর্তী, রোমা রেশমি এক্কা, অনিত থাপা, ডিএম দার্জিলিং ও এসপিকে রাখা হয়েছে।

Latest article