সংবাদদাতা, মেদিনীপুর : বিধানসভা নির্বাচনের (Bidhansabha election) আগে ভাঙন গেরুয়া শিবিরে। নারায়ণগড়ের মকরামপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল প্রায় ৩৮টি পরিবার। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের এক নম্বর মকরামপুর অঞ্চলে বিজয়া সম্মিলনী আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন-বাংলায় সর্ববৃহৎ ট্রাস্ট তৈরি, ১৭.৪ একর জমিতে মহাকাল মন্দির
সেই অনুষ্ঠানমঞ্চে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্টের হাত ধরে মকরামপুরের ধানঘোরি এলাকার প্রায় ৩৮টি পরিবারের দুই শতাধিক বিজেপি কর্মী-সমর্থক যোগদান করেন তৃণমূলে। বিজেপির এই ভাঙনে নারায়ণগড় ব্লকে বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বিধায়কের পাশাপাশি ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল সভাপতি সুকুমার জানা, ব্লক তৃণমূল সভানেত্রী সুপর্ণা জৈন, ব্লক তৃণমূল সহ-সভাপতি স্বপন মাইতি প্রমুখ।

