লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে বিস্ফোরণে মৃত ৯, জারি হাই অ্যালার্ট

Must read

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির লালকেল্লা চত্বর। লালকেল্লা কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে তিন-চারটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনায় এলাকায় তুমুল আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। দিল্লি পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। পুলিশ-সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছেছে। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলিয়েছে। অত্যন্ত জনবহুল এলাকা হওয়ায় হাতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এর পরেই দিল্লিতে নিরাপত্তার আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি-এনআইএ পৌঁছেছে।

এদিন আগেই উত্তরপ্রদেশের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ সুহেল ও আজাদ নামে দুই জঙ্গি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের থেকে সেমি অটোমেটিক পিস্তল বাজেয়াপ্ত করা হয়। এই দুজন আল কায়দার সঙ্গে যুক্ত বলে সন্দেহ প্রকাশ করে গুজরাট এটিএস। জম্মু ও কাশ্মীর পুলিশ লাগাতার তল্লাশি ও তদন্ত চালাচ্ছে নিজেদের রাজ্যে। সেই সূত্রেই এবার তল্লাশি চালানো হয় হরিয়ানার ফরিদাবাদে। সেখানে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। দুই চিকিৎসককে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। আদিল আহমদ রাথের নামের ওই চিকিৎসক বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের কাজ করতেন বলে দাবি পুলিশের। চিকিৎসক হিসাবে তিনি ফরিদাবাদে কাজও করতেন। তাঁর সূত্রেই জানা যায় আরও এক চিকিৎসকের কথা – মুজাম্মিল সাকিল। তার ডেরা থেকে ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। সাকিলকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, রাজধানীর খুব কাছে ফরিদাবাদে বসে রাজধানীতেই নাশকতার ছক কষছিল এই চিকিৎসক ও তাঁর সহকারী সংগঠন। সম্প্রতিই কোনও নাশকতার আশঙ্কা করছে জম্মু ও কাশ্মীর পুলিশ। কারণ এই ডেরা থেকে ওয়াকিটকি, পিস্তল, ২০টি টাইমারও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশনে ধর্মেন্দ্র

এর পরেই এদিন সন্ধেয় দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত ১জনের মৃত্যুর খবর মিলিয়েছে। অত্যন্ত জনবহুল এলাকা হওয়ায় হাতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এর পরেই দিল্লিতে নিরাপত্তার আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি-এনআইএ পৌঁছেছে।

Latest article