দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Must read

দিল্লির (delhi blast) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে (Blast) ১০ জনের মৃত্য হয়েছে। আহত ৩০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থা জনক বলে খবর। দিল্লির ভয়াবহ বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

সোমবার সন্ধেয় লাল কেল্লা (Red Fort) মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকা পাঁচ-ছটি গাড়িতে। তীব্র বিস্ফোরণের শব্দ সঙ্গে আগুনে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দমকল বাহিনীর পাশাপাশি পৌঁছয়ে এনএসজি-এনআইএ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটি রাজ্যে।

আরও পড়ুন-বাধ্যতামূলক নয় ছবি! SIR পর্বের মধ্যেই কমিশনের ব্যাখ্যায় বিভ্রান্তি

এই ঘটনায় শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “দিল্লিতে বিস্ফোরণের (delhi blast) ঘটনায় বাকরুদ্ধ, শোকাহত। যাঁরা প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। এই ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করি।”

তাৎপর্যপূর্ণভাবে এদিন দিল্লির অদূরে ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। মিলেছে একাধিক পিস্তল ও একে ৪৭ রাইফেল। বিস্ফোরণের সঙ্গে এই ঘটনার যোগ আছে কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয়ে ইতিমধ্যেই (Narendra Modi) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে জরুরি কথাবার্তা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Latest article