মেয়েদের ক্রিকেটে কিছুটা অবদান আমারও আছে, ট্রোলিংয়ের জবাব

Must read

প্রতিবেদন : ট্রোলিংয়ের জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হরমনপ্রীত কৌরদের বিশ্বকাপ জয়ের পরেই সমাজমাধ্যমে সৌরভের (Sourav Ganguly) বেশ কয়েক বছরের একটি পুরনো সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয়েছিল। সেখানে মেয়ে সানার ক্রিকেট খেলা নিয়ে প্রশ্নের উত্তরে সৌরভকে বলতে শোনা যায়, আমি ওকে বারণ করব। মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই।
সৌরভের (Sourav Ganguly) ওই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সোমবার শহরের এক অনুষ্ঠানে সৌরভের পাল্টা, কারা কী বলছেন আমি জানি না। ওঁদের বলতে দিন। আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আমার বক্তব্যের আগের ও পরের অংশ কেটে নিয়ে তা আবার দেখানো হচ্ছে। যাঁরা এই বিতর্ক তৈরি করেছেন, তাঁরা বরং এক্স হ্যান্ডেলে গিয়ে দেখে নিন, মেয়েদের ক্রিকেট নিয়ে আমার কী বক্তব্য। ভারতীয় মহিলা ক্রিকেটে আমারও কিছু অবদান আছে।
নিজে না বললেও, সৌরভ যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়ই মহিলা ক্রিকেটারদের সমবেতনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি ডব্লুপিএলও চালু হয়েছিল তাঁর আমলে। যা ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতির অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গেও যুক্ত ছিলেন সৌরভ।
সৌরভ আরও বলেছেন, মেয়েদের বিশ্বকাপ শুরুর সময়ই আমি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলাম, ভারত কাপ জিততে পারে। এই দলটা দুর্দান্ত। আমি দীর্ঘদিন মেয়েদের ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছি। আমি জানি, এই মেয়েরা কতটা প্রতিভাবান।

আরও পড়ুন-বিশ্বকাপের জন্য এখনও তৈরি নই আমরা : গম্ভীর

Latest article