মুম্বই, ১০ নভেম্বর : ওয়ান ডে বিশ্বকাপ জয়ের পুরস্কার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team) জন্য বিদেশি কোচ আনতে চলেছে বিসিসিআই। যা খবর, তাতে প্রধান কোচের দায়িত্বে থাকছেন অমল মুজুমদারই। তবে প্রথমবার কোনও বিদেশি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিয়োগ করা হবে হরমনপ্রীত কৌরদের জন্য।
বোর্ড সূত্রের খবর, বাংলাদেশ পুরুষ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিয়েলির সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে, তিনিই হবেন হরমনপ্রীতদের নতুন সাপোর্ট স্টাফ। কিয়েলি এর আগে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন। এছাড়া বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সেও বেশ কয়েকজন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এসেছেন। তাঁদের দিকেও নজর রয়েছে।
এতদিন মহিলা দলের (Indian Women Cricket Team) স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের দায়িত্ব সামলেছেন এ আই হর্ষ। বিশ্বকাপে দলকে ফিট রাখার নেপথ্যে তাঁর বড় অবদান ছিল। তাঁকে অন্য দায়িত্ব দেওয়া হবে। প্রসঙ্গত, ভারতীয় পুরুষ দলেও সম্প্রতি বিদেশি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এসেছে। দায়িত্ব নিয়েছেন আদ্রিয়ান লে রু। এবার মেয়েদের দলেও একই পদক্ষেপ নিতে চলেছে বোর্ড।
হরমনপ্রীতদের জন্য এবার বিদেশি কোচ

